সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ানের গুদাম থেকে সরকারি ত্রাণ সামগ্রী শুকনো খাবার ও বিপুল পরিমাণ ভিজিএফ-এর চাল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপিঠ স্কুলের দুটি কক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী জব্দ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. একরামুল হক।
ত্রাণ আত্মসাতের বিষয়ে জানতে চাইলে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে দেওয়া সরকারি ত্রাণ সময় মতো বিতরণ না করে মজুদ করে রেখেছে, যা নিয়মের ব্যত্যয়। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নীপা বলেন, ত্রাণ আত্মসাসের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই