ফরিদপুরের চরভদ্রাসনে নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষর্থীরা। বুধবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলা পরিষদের সামনে শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনগণ এতে অংশগ্রহণ করেন।
এ সময় চরভদ্রাসন সদর ইউনিয়নের বাসিন্দা সরকারি সারদা সুন্দরী কলেজের এইচ এস সি পরীক্ষার্থী সামিয়া হক সুচি সাম্প্রতিক সময়ে নারী ও শিশু ধর্ষণের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
চরভদ্রাসন সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিয়া আক্তার বলেন, যদি নারীর পোষাকের কারণে ধর্ষণ হয়ে থাকে তবে কেন শিশুরা ধর্ষিত হচ্ছে। এ জাতীয় ঘটনা আর না ঘটুক সে দাবী করেন তিনি।
সদর ইউনিয়নের বাসিন্দা সরকারি রাজেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র নাঈম বাসার জানান, জনসচেতনতা বৃদ্ধিতে এ মানববন্ধনের আয়োজন করেছে চরভদ্রাসনের সর্বস্তরের শিক্ষাথীরা।
বিডি প্রতিদিন/আল আমীন