গাজীপুরে মাছের একটি আড়তে মঙ্গলবার অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ও বিষাক্ত বিপুল পরিমাণ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই ব্যবসায়ীকে দন্ডিত করা হয়েছে। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকী এ আদালত পরিচালনা করেন।
গাজীপুর সদরের ইউএনও আব্দুল্লাহ আল জাকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার মাছের একটি আড়তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বিষাক্ত ও বিক্রি নিষিদ্ধ প্রায় ১০ মণ পিরানহা মাছ জব্দ করা হয়। এ ঘটনায় বিক্রি নিষিদ্ধ পিরানহা মাছ মজুদ রাখা ও বিক্রির অপরাধে মাছের আড়ত ব্যবসায়ী সুকেনকে (৩৬) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও খুচরা বিক্রেতা মিনফর আলীকে (৪০) দুই হাজার টাকা জরিমানা করে আদালত। পরে জব্দকৃত মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় উপজেলা মৎস কর্মকর্তার জিম্মায় বিনষ্ট করা হয়।
অভিযানকালে গাজীপুর সদর উপজেলা মৎস কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এবং পুলিশ ও ব্যাটালিয়ান আনসারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার