বরগুনার কাকচিড়া ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে প্রতিবন্ধী শিশু কন্যাকে নির্যাতনে বাধা দেওয়ায় প্রতিবেশী বাবা-ছেলেকে কুপিয়ে আহত করেছেন সোবাহান (৫৫) নামের এক ব্যক্তি। পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, বিয়ে পাগল সোবাহান প্রায় ৪০টি বিয়ে করেছেন। বিয়ের কয়েক মাস পরেই স্ত্রীদের সাথে বিরোধ করে তাড়িয়ে দেন তিনি।
রবিবার পারিবারিক বিরোধের জের ধরে বাক প্রতিবন্ধী শিশু কন্যাকে নির্যাতন করলে সে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে ছত্তার (৬০) ও তার ছেলে নান্না বাধা দেয়। এতে সোবাহান ক্ষিপ্ত হয়ে দা দিয় প্রথমে ছত্তারকে পরে তার ছেলে নান্নাকে আঘাত করে। নান্না বাধা দিতে গেলে তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত ছত্তার ও নান্নাকে বরিশাল এবং প্রতিবন্ধী শিশুটিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সোবাহানকে গ্রেফতারের নির্দেশ দেন তিনি। পরে অভিযুক্ত সোবাহানকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় আহত নান্নার স্ত্রী থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই