১৯ অক্টোবর, ২০২০ ২০:৪৮

মহিপুর ইউনিয়ন পরিষদের নিবার্চন মঙ্গলবার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

মহিপুর ইউনিয়ন পরিষদের নিবার্চন মঙ্গলবার

কলাপাড়া উপজেলার মৎস্য বন্দরখ্যাত মহিপুর সদর ইউনিয়ন পরিষদের নিবার্চন অনুষ্ঠিত হতে হবে রাত পোহালেই।আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে একটানা ভোটগ্রহণ।  

নির্বাচনে ১৪ হাজার ৭৬৯ জন বৈধ ভোটার ভোট প্রয়োগ করবেন। ৯ টি ওয়ার্ডে ২১৫ জন পুলিশ, ১৫৩ জন আনসার, এক প্লাটুন বিজিবিসহ  র‌্যাব'র ২টি টিম নির্বাচন সুষ্ঠ করার লক্ষ্যে তাদের দায়িত্ব পালন করবেন। 

এছাড়া তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাধ দমনে মাঠে থাকবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আঃ রশিদ নিশ্চিত করেছেন। ইতোমধ্যে সোমবার বিকাল চারটার মধ্যে ওই ইউনিয়নের ৯ টি কেন্দ্রে পাঠানো হয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালি ও সিলসহ নির্বাচনী সরঞ্জাম। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে আব্দুল মালেক আকন্দ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. ফজলু গাজী। এছাড়া সংরক্ষিত নারী ৮ জনসহ সদস্য পদে লড়ছেন মোট ৩৬ জন প্রার্থী। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর