২০ অক্টোবর, ২০২০ ২২:২৫

ধুনটে উপ-নির্বাচনে নৌকার বিজয়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

ধুনটে উপ-নির্বাচনে নৌকার বিজয়

হারেজ উদ্দিন আকন্দ

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ হাজার ৫০ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ (নৌকা) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হোসেন শিপন (মোটরসাইকেল) পেয়েছেন ৪ হাজার ৩২৮ ভোট। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কালেরপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রের ৬৮টি বুথে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অন্য স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তরিকুল ইসলাম (ঘোড়া) ৩ হাজার ৪০৯ ভোট এবং  লিটন আহমেদ (আনারস) ১৯৯ ভোট পেয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৩ এপ্রিল কালেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফটিক নির্বাচিত হন। বার্ধক্যজনিত কারণে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ফটিক মৃত্যুবরণ করেন। একারণে গত ১৬ ফেব্রুয়ারী চেয়ারম্যান পদটি শুন্য ঘোষণা করা হয়।

ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৪৬৫ জন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ৫৮৮ জন এবং নারী ভোটার ১০ হাজার ৮৭৭ জন। তন্মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৪ হাজার ৬৫ জন। 

সন্ধ্যায় ৭টায় ধুনট উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে বেসরকারি ভোটের ফলাফল ঘোষণা করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর