২৬ অক্টোবর, ২০২০ ২০:৩২

কীর্তনখোলা নদীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কীর্তনখোলা নদীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন

বরিশালে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে নগরীর বিভিন্ন মণ্ডপ থেকে ভক্তরা ডিসি ঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে প্রতিমা বিসর্জন দেয়।

তবে সরকারি বিধি নিষেধের কারণে অন্যান্য বছরের মতো এবার পূজায় জনসমাগম কম ছিলো। স্বল্পসংখ্যক ভক্ত-অনুসারীর উপস্থিতিতে বিসর্জন সম্পন্ন হয়। সন্ধ্যা ৬টার মধ্যে নগরীর সকল মণ্ডপের প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা থাকলেও রাত ৮টা পর্যন্ত চলে কীর্তনখোলায় দেবী বিসর্জন। 

এছাড়া যেসব মন্দিরে পুকুর আছে সেসব মন্দিরের প্রতিমা পুকুরে বিসর্জন করেন ভক্তরা। 

এর আগে বিকেলে নগরীর সদর রোডের শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। এ সময় ভক্তরা একে অপরের গায়ে সিঁদুর মেখে দেয়। প্রতিমা বিসর্জন বিষাদের হলেও ভক্তরা আনন্দ করে দুঃখ ভুলে থাকার চেষ্টা করেন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর