২৭ অক্টোবর, ২০২০ ১৬:২৩

মেঘনায় অভিযান, ৬০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

মেঘনায় অভিযান, ৬০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে মৎস্য অফিস। মঙ্গলবার দুপুরে জেলা মৎস্য অফিসার তাজমহল বেগমের নেতৃত্বে উপজেলার আশুগঞ্জ বন্দর এলাকা থেকে লালপুর পর্যন্ত এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। 

পরে জব্দকৃত কারেন্ট জাল আশুগঞ্জ বন্দর ঘাটে এনে পুড়িয়ে দেয়া হয়। তবে অভিযানে কোনো জেলেকে আটক ও জরিমানা করা হয়নি। অভিযান পরিচালনাকালে আশুগঞ্জ উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান, সহকারি উপজেলা মৎস্য অফিসার মোঃ সায়েদুর রহমান, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মুহাম্মদ হোসাইন আহমেদ ও নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে প্রজননকালীন সময়ে মা ইলিশ ধরা ও জাটকা ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা মৎস্য অফিস তৎপর রয়েছে বলে তিনি জানান।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর