৩০ অক্টোবর, ২০২০ ২০:৩০

বাল্য বিয়ে পণ্ড, বরকে জরিমানা

নাটোর প্রতিনিধি

বাল্য বিয়ে পণ্ড, বরকে জরিমানা

প্রতীকী ছবি

নাটোরে বাল্য বিবাহ করতে এসে শাহাদত হোসেন (২৭) নামে এক বরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের বেজপাড়া আমহাটি গ্রামে এই ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, আমহাটি এলাকার বাবু প্রামানিকের মেয়ে আঁখি খাতুনের জন্ম সনদ অনুযায়ী ১৭ বছর বয়স। কিন্তু প্রচলিত আইন অনুযায়ী ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া বাল্য বিবাহের মধ্যে পড়ে।

শুক্রবার নলডাঙ্গার বক্ষ্মপুর ইউনিয়নের বাসিন্দা বর শাহাদত হোসেন বিয়ে করতে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্য বিবাহ বন্ধ করা হয়। এ সময় বর শাহাদত হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর