নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামে মাথায় নারিকেল পড়ে আরিয়ান (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু হাতিয়া উপজেলার আজিমপুর গ্রামের মো.জামশেদের ছেলে। সে নানার বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়।
মঙ্গলবার সকাল ১১টায় সুবর্ণচর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকাল ১১টায় শিশুটিকে তার মা বাড়ির উঠানে খেলতে মাঠিতে ছেড়ে দেয়। ওই সময় তার মামা মেহেদী (১২) ঘরের পাশে নারকেল পাড়ছিল। গাছ থেকে একটি নারিকেল এসে শিশুটির মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ