ব্রাহ্মণবাড়িয়ায় ২টি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দুপুরে র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
আটক দুই ব্যক্তি হলেন, জেলা শহরের পৌর এলাকার উত্তর মৌড়াইলের আব্দুল জলিলের ছেলে মো. জুয়েল (৩২) ও সরাইলের হালুয়াপাড়ার এরশাদ মিয়ার ছেলে সোহাগ (২৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়েল ও সোহাগের দেহ তল্লাশি করে ২টি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা