আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মানিকগঞ্জে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের দলীয় কার্যালয়ে দিবসটি পালিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাভোকেট গোলাম মহীদ্দীনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম হেলাল উদ্দীন, এ্যাভোকেট আব্দুল মজিদ ফটো ও সাধারণ সম্পদক এ্যাভোকেট আব্দুস সালামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন