ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন থেকে ছয় ছিনতাইকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। চলন্ত ট্রেনে যাত্রীর মোবাইলফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ায় সময় সোমবার রাতে নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে তাদেরকে আটক করা হয়।
মঙ্গলবার আটককৃতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়।
আটককৃতরা হলো কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সুমন (২০), নান্দাইল উপজেলার বাবল (২০), অষ্টগ্রামের সুমন (২০), কিশোরগঞ্জ সদরের জীবন (২৮), ময়মনসিংহের রুবেল (২২) ও নরসিংদীর পলাশের সুমন (৩৫)। আখাউড়া রেলওয়ে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম বলেন, আটককৃতরা ট্রেনে ছিনতাইকারী সদস্য। তাদের বিরুদ্ধে রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে। রাতে উপকুল ট্রেনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার