দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের পাশ থেকে মোজাম্মেল হোসেন (৫০) নামে এক ট্রাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের শেরপুর তেলিপাড়ার এক ফিলিং স্টেশনের পশ্চিমে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ভবানীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ মঙ্গলবার সকাল ৭টায় নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত মোজাম্মেল হোসেন নওগা জেলা সদর বোয়ালিয়া ইউনিয়নের নতুন সাহাপুর এলাকার হায়দার আলীর ছেলে। নিহত মোজাম্মেল হোসেনের শাটের বুক পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জন্মসনদ এবং ট্রাক শ্রমিক এর ছবি সংযুক্ত পাশবই ছিল।
পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) এম. আর সাঈদ বলেন, ধারনা করা হচ্ছে পাথর বোঝাই ট্রাকের ওপর থেকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হতে পারে। লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার