সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলা থেকে ৫৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডুয়ার গ্রামসহ বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
এ সময় জিগাতলা বাজর থেকে মাদক ব্যবসায়ী মালেক মিয়া ও আশরাফ উদ্দীনের দেহ তল্লাশি করে ৫৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান অভিযানে নেতৃত্ব দেন।
পরে বিভাগীয় উপ-পরিদর্শক মো. জুয়েল মিয়া বিশম্ভপুর থানায় আসমিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক সাজেদুল হাসান।
তিনি বলেন, গ্রেফতার আসামিরা মাদক পাচারকারী গ্রুপের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে তারা ইয়াবার চালান ভারত হতে দেশের বিভিন্ন জেলায় পাচার করে বলে জানায়। মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই