ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউপির বলঞ্চা গ্রামে এক ঘণ্টার ব্যবধানে জামাই-শ্বশুরের মৃত্যু হয়েছে। রবিবার রাতে বলঞ্চা গ্রামের স্কুলশিক্ষক হামিদুল হক (৪৯) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর শুনে রাতেই তার শ্বশুর জসিম উদ্দিন (৮৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।
একইদিনে মহারাজা পাঁচপীর কবরস্থানে জামাই-শ্বশুরের দাফনের চার ঘণ্টার পর ওই গ্রামের সহিদুল হক (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়।একই গ্রামের তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল তিনজনের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, হামিদুল হক এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। আর কৃষক সহিদুরের মরদেহ দেখার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার