নিঁখোজের ৩ দিন পর পুকুর থেকে পার্বতীপুরের শাহরিয়ার নাফিস নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহরিয়ার নাফিস (১০) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউপির ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ও একই ইউপির উত্তরমরনাই গ্রামের আমিনুল ইসলামের একমাত্র ছেলে।
রবিবার সকালে পার্বতীপুরের হাবড়া ইউনিয়নের উত্তর মরনাই গ্রামের আবু বক্কর মিয়ার পুকুর থেকে নাফিসের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
হাবড়া ইউপি চেয়ারম্যান মো. আনিসুজ্জামান জানান, গত শুক্রবার সন্ধ্যায় নাফিস বাড়ী থেকে নিখোঁজ হয়। পরে গ্রামে মাইকিং ও আত্মীয়স্বজনের বাড়ীসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। রবিবার পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) এম,আর সাঈদ বলেন, মরদেহ উদ্ধারের পর পুলিশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার