বগুড়ার ধুনট উপজেলা বাকপ্রতিবন্ধী নারীকে (২৬) ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে শেরপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে রবিবার সকাল ১০টায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়ার ধুনট থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে বাকপ্রতিবন্ধী ওই নারী তার বাড়ির একটি কক্ষে একাই ঘুমিয়ে ছিলেন। পাশের একটি কক্ষে ছিলেন তার মা। এই সুযোগে আবুল কালাম ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাক্প্রতিবন্ধী ওই নারীকে ধর্ষণ করেন। এ সময় পাশের কক্ষ থেকে মেয়েটির মা কান্নাকাটি শুনে ওই কক্ষে ঢুকে কালামকে আটকের চেষ্টা করলে সে পালিয়ে যায়।
খবর পেয়ে শুক্রবার রাত আটটার দিকে ওই নারীকে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় ধর্ষিত নারীর মা বাদী হয়ে আবুল কালামের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে পাশের শেরপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন