কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে এলাকায় যানবাহন তল্লাশি চালিয়ে ৯৯ ভরি ১১ আনা ওজনের ৭টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার সকালে উপজেলার হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে যানবাহণ তল্লাশী করার সময় তাকে ৭টি স্বর্ণবারসহ আটক করতে সক্ষম হয়।
আটক চোরাকারবারী হল, সাতকানিয়ার ছয়দাহাট আফজলনগর বর্তমানে টেকনাফ পৌরসভার লামার বাজারের জাল ও রশির দোকান ব্যবসায়ী মৃত ছিদ্দিক আহমদের ছেলে আব্দুল গণি (৪৬)।
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান পিএসসি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন