বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম সিরাজ বলেছেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আরও একবার যুদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতার এটাই শেষ বছর। দেশ ও দেশের মানুষকে এ সরকারের হাত থেকে রক্ষা করতে যুদ্ধ করতে হবে।
রবিবার স্থানীয় ভবানীগজ্ঞ স্কুল মাঠে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাফতুন আহম্মেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আপেল মাহমুদের পরিচালনায় আরও বক্তব্য দেন বগুড়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সোলায়মান আলী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, হামিদুল হক চৌধুরী হিরু, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, সরকার মুকুল, এস এম রাসেল মামুন, সৈয়দ জহুরুল ইসলাম, নাজমা আক্তার, আবু হাসান, নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন মাফতুন আহম্মেদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন। একই দিন বিকালে বগুড়া শহর বিএনপির ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে স্থানীয় বটতলায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আরাফাত