কুষ্টিয়ার দৌলতপুরে ক্লিনিক মালিকের অবহেলায় রমনী খাতুন (১৮) নামে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার আল্লারদর্গা বিশ্বাস ক্লিনিকে এ ঘটনা ঘটে। ওই নারী উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মো. বাচ্চু আলীর স্ত্রী। ক্লিনিকটি সিলগালা করা দিয়েছে প্রশাসন।
দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই ক্লিনিক সিলগালা করেছেন। তবে ক্লিনিক মালিকসহ সংশ্লিষ্ট সকলে পালিয়ে যাওয়ার কারণে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার