গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাত্তার গেট এলাকায় সোমবার সকালে বসত ঘর থেকে গৃহবধূ ফাতেমা আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফাতেমা হলেন রাজশাহী জেলার মোহনপুর থানার হরি ফলা আকার নূর মোহাম্মদের স্ত্রী।
কালিয়াকৈর থানার (এসআই) মোরশেদ আলী মোল্লা জানান, উপজেলা ছাত্তার গেট এলাকায় মোশারফ হোসেনের ভাড়াটিয়া ফাতেমা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। ঘরের ভেতরে মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
পরে লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা, সেটি এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের পর বিষয়টি জানা যাবে বলে জানান এসআই মোরশেদ আলী।
বিডি প্রতিদিন/আবু জাফর