ভাঙ্গা থানার আলগী ইউনিয়নের নাওড়া গ্রামের একটি বসত বাড়ির দুটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-নাওড়া গ্রামের সামাল মুন্সী (২৫) ও পাশের শুয়াদী গ্রামের হুসাইন মাতুব্বর (২৫)।
মামলার বাদী আইয়ুব মুন্সি বলেন, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে পরিবারের সদস্যসহ আমি বসতঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ পোড়া গন্ধে ঘুম ভেঙে যায়। এ সময় ঘরে আগুন জ্বলতে দেখি এবং আসামিদের দৌড়ে পালিয়ে যেতে দেখি।
তিনি আরও বলেন, আমার দুটি বসতঘর ও আসবাবপত্র পুড়ে যায়। এলাকাবাসী ও ভাঙ্গার দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরদিন রবিবার বিকেলে ভাঙ্গা থানায় পাঁচজনের নাম দিয়ে ও বাকী ৪/৫ জনকে অজ্ঞাত করে মামলা করেছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই শহিদুর রহমান জানান, রবিবার দুই জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিদের সাথে বাদীর আগে থেকেই বিরোধ ছিল।
বিডি প্রতিদিন/এমআই