বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ১০ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছসহ ফেরদৌস আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছ পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফেরদৌস আলম নন্দীগ্রাম উপজেলার খেংশহর গ্রামের বাসিন্দা। তিনি নিজ বাড়ির আঙিনায় দুটি গাঁজার গাছ রোপন করেছিলেন। খবর পেয়ে রবিবার রাতে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার সকালে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ফেরদৌস আলম একজন দিনমজুর। প্রতিবেশীদের চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়িতে তিনি গাঁজার চাষ করছিলেন। দিনে-দিনে বাড়ির আঙিনায় গাঁজার গাছগুলো বেড়ে ওঠে। বাড়ির আঙিনায় গাঁজার গাছ রয়েছে, তা বাইরে থেকে কারও বোঝার উপায় ছিল না।
থানা পুলিশ জানায়, খবর পেয়ে থানার এসআই চান মিয়ার একদল পুলিশ নিয়ে ফেরদৌস আলমের বাড়িতে অভিযান চালায়। এসময় গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই