মাগুরায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে পানি সাশ্রয়ী উচ্চফলনশীল জাতের ধান চাষে উদ্বুদ্ধকরণ বিষয়ে আজ শালিখা উপজেলার ধোপাখালীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের আওতায় থাকা একটি প্রদর্শনী প্লটে বিনা ধান-১৭ জাতের ধানের শস্য কর্তন ও ফলন পর্যবেক্ষণ করা হয়।
পরে স্থানীয় চাষি কাউছার মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ-ইস্ট প্রকল্প, বাপাউবি ফরিদপুরের সহকারি প্রধান আব্দুর রাজ্জাক, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, প্রকল্পের সিনিয়র ফ্যাসিলিটের আবিদ হাসান কামাল, শারমিন আক্তার উর্মি প্রমুখ।
আয়োজকরা জানান, তাদের প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু পানি ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত জাত ও উচ্চ ফলনশীল ফসল উৎপাদন নিশ্চিত করা। এ বিষয়ে কৃষকরা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে ফসল উৎপাদনে ইতিবাচক ফল পেয়েছে। তাদের পানির ব্যবহার যেমন কমছে তেমনি সার, কীটনাশকসহ অন্যান্য উপকরণ কম লাগায় উৎপাদন খরচ কম হয়েছে। পাশাপাশি ফলন হয়েছে বেশি।
বিডি প্রতিদিন/আল আমীন