নাগুরা ধান গবেষণা কেন্দ্রে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মিছিল ও বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের শিবগঞ্জ বাজারে বড়ইউড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ আহমেদের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা মোঃ হারুন মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মোছাব্বির তালুকদার, ডাঃ আব্দুল মকিত, প্রধান শিক্ষক কামাল হোসেন, মাহবুব আলম, উপজেলা ওলামা লীগের সভাপতি হাফেজ সামরুল ইসলাম, ছাত্রলীগ নেতা কামাল আহমেদ, সালেহ উদ্দিন, কাজী আমিন প্রমূখ।
এসময় বক্তারা বলেন- নাগুড়া ধান গবেষণা কেন্দ্রে ১০০ একরের উপরে সরকারি খাস জমি ও হাজার একর কৃষি-অকৃষি জমি রয়েছে। সরকার এখনই সেখানে শিক্ষা কার্যক্রম চালু করতে পারবে। এখানে কৃষি বিদ্যালয়টি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলে সরকারের ৫ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। তাই অবিলম্বে নাগুড়া ধান গবেষণা কেন্দ্রে কৃষি বিদ্যালয়টি স্থাপনের দাবি জানান তারা।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিকদের দলের নেতৃবৃন্দ, এলাকার বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, আইনজীবি, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে এক জনসভায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে ঘোষণা দেন। এর প্রেক্ষিতেই সম্প্রতি জাতীয় সংসদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ