ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে আশ্রয়ন প্রকল্পের আওতায় সকল ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসনের লক্ষে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল ও স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/আল আমীন