বীজ আলুর দাম প্রতি কেজি ৩০ টাকা নির্ধারণ এবং টমেটো সংরক্ষণের জন্য সরকারিভাবে হিমাগার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর শাখার নেতারা। সোমবার বেলা ১১টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করে কৃষক সমিতি দিনাজপুর শাখার নেতা-কর্মীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।
এসময় কমিউনিস্ট পার্টি দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল বলেন, চলতি মৌসুমে সরকার বিএডিসির মাধ্যমে প্রতি কেজি বীজ আলুর দাম নির্ধারণ করেছে ৪৪ থেকে ৪৮ টাকা। অনেক সময় বীজের সংকট দেখিয়ে বীজ ডিলাররাও প্রতি কেজি ৭ থেকে ১০ টাকা বেশি দরে বিক্রি করছেন। বীজ আলুর দাম এত চড়া হলে আগামী দিনগুলোতে আলুর বর্তমান বাজার মূল্যের চেয়ে বেশি দামে কিনতে হবে। বর্তমান সময়ে আলু উৎপাদনে দিনাজপুরের কৃষক অনেক বেশি ভূমিকা পালন করছেন। সেই কৃষক তার উৎপাদিত আলুর দাম পান ১০ থেকে ১৫ টাকা কেজি। কিছুদিন পর ওই কৃষককেই বাজারে গিয়ে আলু কিনতে হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাত দিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, গত মৌসুমে এ জেলায় টমেটোর আবাদ হয়েছে ২ হাজার ৬৯৮ হেক্টর জমিতে। যেখানে নাবি ও রবি জাতের টমেটোর উৎপাদন ছিল প্রায় এক লাখ মেট্রিক টন। কিন্তু টমেটো সংরক্ষণের কোনো হিমাগার না থাকায়, সময় মতো বাজারজাত করতে না পারায় অনেক কৃষক লোকসান গুনেছেন। এ সময় বীজ আলু প্রতি কেজি সর্বোচ্চ ৩০ টাকায় বিক্রির দাবি এবং অবিলম্বে দিনাজপুরে টমেটো সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি আলতাফ হোসাইন, কৃষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়ারাম রায়, সাংগঠনিক সম্পাদক সবিতা রানী ও জেলা শ্রমিক নেতা এস এম চন্দন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার