গোপালগঞ্জে মুজিববর্ষ পালন উপলক্ষ্যে “আমার বঙ্গবন্ধু” শীর্ষক কর্মসূচীর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫শ” শিক্ষার্থীদের মাঝে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” ও “কারাগারের রোজনামচা” বই বিতরণ করা হয়েছে।
সোমবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে জেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়।
এর আগে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণকৃত বই দুটি মনযোগ দিয়ে পড়ে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জানতে এবং সে মোতাবেক জীবন গড়ার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এ কিউ এম মাহবুব, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মোঃ রেজওয়ান জোয়ার্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ছানোয়ার হোসেন এবং জেলার বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন