বরিশালের উজিরপুরে এক শিশুকে বলাৎকারের অভিযোগে একটি মসজিদের ইমামের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই শিশুর মা বাদী হয়ে রবিবার সকালে মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উজিরপুর থানায় এই মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই সকালে ওই উপজেলার বান্না গ্রামে অভিযান চালিয়ে আবুল হাসান হাওলাদারকে গ্রেফতার থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
মামলায় অভিযোগ করা হয়, ওই উপজেলার দক্ষিণ বান্না জামে মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদারের কাছে স্থানীয় এক ব্যক্তির ছেলেসহ বেশ কয়েকজন শিশু মক্তবে আরবি পড়তে যায়। গত ২১ নভেম্বর ভোর সাড়ে ৫টায় মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদারের কাছে আরবি পড়তে মক্তবে যায় ওই শিশু। মক্তব ছুটির পর ইমাম আবুল হোসেন ওই শিশুকে তার কক্ষে ডেকে নিয়ে তার সাথে বিকৃত যৌনাচার করে বলে মামলায় অভিযোগ করা হয়।
উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, শিশুর সাথে বিকৃত যৌনাচার অত্যন্ত ঘৃনিত এবং লজ্জাজনক। এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন