বাংলাদেশ প্রতিদিন অনলাইন ভার্সনে 'বৃষ্টিতে ভেঙে গেছে ঘর, দ্বারে দ্বারে ঘুরে হতাশ মর্জিনা' এই শিরোনামে সংবাদ প্রকেশের পর তা ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) ড.কে এম কামরুজ্জামান সেলিমের নজরে আসে। এতে তিনি মর্জিনা বেগম (৭০) কে একটি নতুন ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন।
এরই প্রেক্ষিতে রবিবার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বৃদ্ধার বাড়ি পরিদর্শন করেন। এ সময় ইউএনও বৃদ্ধাকে দুই মাসের মধ্যে একটি পাকা ঘর নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃদ্ধা মর্জিনা বেগমের ঘর ভেঙে পড়ার পর ডিসি'র নির্দেশে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। তাঁর পুরো ঘর ভেঙে গেছে। নতুন করে ঘর বানানোর সামর্থ্য ছিল না। তাই দুই মাসের মধ্যে মর্জিনা বেগমকে একটি পাকাঘর তৈরি করে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ