ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে নাটোরে ১৩ জনকে পুনর্বাসন করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের পুনর্বাসন করা হয়।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, চার ভিক্ষুকের প্রত্যেককে ২টি করে ছাগল, ৪ জনকে সেলাই মেশিন ও ৫ জনকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা ক্ষুদ্র ব্যবসার মালামাল ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাদিম সারওয়ার, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় মোস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার