কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবারও পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি গাজীপুর জেলা শাখার সদস্যরা।
জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে দিনব্যাপী এ কর্মসূচি চলাকালে সংগঠনের জেলা শাখার সভাপতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম, সহ-সভাপতি আকরাম হোসেন, নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজাহারুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজ উদৌল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ব্যানারে ২০০১ সাল থেকে কর্মচারিদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরনের দাবিতে আন্দোলন করে আসছি। যতদিন পর্যপ্ত আমাদের এ ন্যায্য দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
বিডি প্রতিদিন/এ মজুমদার