বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের পূর্ণ প্যানেলে বিজয় হয়েছে। শনিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার শেখ আহসানুল করিম ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে নীহার রঞ্জন সাহা (দৈনিক ইত্তেফাক ও বিটিভি), সহ-সভাপতি পদে নকীব সিরাজুল হক (স্পন্দন), সাধারণ সম্পাদক পদে তালুকদার আব্দুল বাকী (ভোরের কাগজ) ও সহ-সাধারণ সম্পাদক পদে শেখ আজমল হোসেন (দৈনিক রাজপথের দাবী) নির্বাচিত হয়েছেন।
এছাড়া অর্থ সম্পাদক পদে মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন), দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে হেদায়েত হোসাইন লিটন (দৈনিক দিনকাল), তথ্য প্রযুক্তি সম্পাদক পদে তরফদার রবিউল ইসলাম (এনটিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজ (দৈনিক ভোরের আকাশ) এবং নির্বাহী সদস্যের ৬টি পদে অধ্যাপক মাহফিজুর রহমান মাফুজ (চ্যানেল আই), মো. দেলোয়ার হোসেন (সমকাল), মো. ইয়ামিন আলী (যমুনা টিভি), ইসরাত জাহান (ডিবিসি), এস এম সামছুর রহমান (আরটিভি) ও ফকির হাসান আলী (দৈনিক আমাদের অর্থনীতি) নির্বাচিত হন।
তবে পদাধিকার বলে নির্বাচন কমিশনার প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য।
বিডি প্রতিদিন/এমআই