গোপালগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ৩৭৫০ জন কৃষকের মধ্যে ফসলের বীজ বিতরণ করা হয়েছে। রবিবার প্রধান অতিথি প্রকল্পপরিচালক ড. এমএম কামরুজ্জামান কৃষকদের হাতে এসব বীজ তুলে দেন।
এর আগে গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই এসব ফসল বপন পূর্বক কৃষক প্রশিক্ষণের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষিগবেষণা কেন্দ্র, বিএআরআই প্রকল্প পরিচালক ড. এমএম কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে উপ প্রকল্প পরিচালক ড. মোঃ হারুন অর রশিদ, জেলা কৃষি সম্প্রসারণের প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল কাদের সরদার, কৃষি গবেষণার উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোশারফ হোসেন ও মোঃ মহসীন হাওলাদার কৃষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/হিমেল