‘ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ’-এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত পাঠাগারে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
এসময় নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোকপাত করেন জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক শামিমা সিকদার দীনা।
সংবাদ সম্মেলনে জেলা মহিলা পরিষদের সভাপতি শুভা রানী পাল, সহ-সভাপতি আম্বিয়া বেগম, অর্থ সম্পাদক আসমা খানম, আন্দোলন সম্পাদক শ্যামলী মিয়াজি, লিগ্যাল এইড সম্পাদক লাকী সরকার, প্রোগ্রাম এক্সিকিউটিভ নজরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বুধবার থেকে শুরু হওয়া প্রতিরোধ পক্ষ চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এ সময় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
বিডি প্রতিদিন/এমআই