২৭ নভেম্বর, ২০২০ ১৫:৩৫

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেফতার

গাজীপুরে ডাকাতির প্রস্তুতির সময়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

আজ শুক্রবার সকালে বাসন থানায় এক প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) জাকির হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাসন থানাধীন চান্দনা মধ্যপাড়া দেলোয়ারের টিনশেড বাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৬ ডাকাতকে দেশীয় অস্ত্র এবং ডাকাতি কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে।

তারা হলেন, মো. আরিফ হোসেন (২২), সোহেল (২৮), মো. সুমন মিয়া (২৮), মিজান (২৯), শহিদুল্লাহ (২৪) ও শাহজালাল (২৪)। তারা সবাই গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। তাদের বাড়ি গাজীপুর, জয়পুরহাট, নোয়াখালী, জামালপুর, ময়মনসিংহ, কুমিল্লা জেলায়।

উপ-পুলিশ কমিশনার জাকির হাসান আরও জানান, গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের তিনটি চাপাতি, ২টি ছোরা, ১টি লোহার রড ও অনুমান ৫ গজ রশি এবং ডাকাতির কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর