বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
এ সময়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে তথ্য পাওয়ার আগেই সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্য পেয়ে যান। আর সেই তথ্য অনুযায়ী তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।
মতবিনিময় কালে তিনি আরও বলেন, সাংবাদিকরা বিভিন্ন দলের থাকতে পারে, তবে প্রেসক্লাবকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে। সবাইকে দলমতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ সংবাদ উপস্থাপন করতে হবে। এ সময়ে তিনি বাগেরহাট প্রেসক্লাবের নতুন কর্মকর্তাদের সাফল্য কামনা করেন।
এর আগে আজ বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বাগেরহাট প্রেসক্লাবে এসে পৌঁছালে নবনির্বাচিত সভাপতি নীহার রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী তাকে ফুল দিয়ে বরণ করেন।
অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী সহ ক্লাবের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর