বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্ত এলাকায় ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। 
আটকৃকতরা হলেন মো. ফারুক ও তার স্ত্রী মরিয়ম খাতুন। তারা দুজনই স্বামী-স্ত্রী। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৪০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। 
সোমবার রাত সাড়ে ১০টার দিকে নাইক্ষংছড়ি উপজেলার প্রধানঝিরি এলাকায় স্বর্ণের বারসহ পাচারকারীদের দুই সদস্যকে আটক করে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বর্ণের বারগুলো মিয়ানমার থেকে চোরাইপথে পাচার হয়ে বাংলাদেশ সীমান্তে আসার পথে জব্দ করা হয়। তারা স্বর্ণের বারগুলো মিয়ানমার থেকে পাচার করে বাংলাদেশে নিয়ে আসছিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন