মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি মনোনীত প্রার্থীসহ একজন নারী স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী মো. রমজান আলী মনোনয়নপত্র জমা দেন।
মঙ্গলবার দুপুরে বিএনপির দলীয় মেয়র প্রার্থী আতাউর রহমান আতা মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশীদ খান, নুরতাজ আলম বাহার, মাকসুদুর রহমান মুকুল ও মোতালেব হোসেন।
এদিকে, বর্তমান মেয়র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তিনি দলীয় মনোনয়ন পাননি। তারপরেও নির্বাচন করার সিদ্ধান্ত অটল ছিলেন।
আজ দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং দলীয় মনোনীত প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই