শিরোনাম
২ ডিসেম্বর, ২০২০ ১৮:০৮

মাগুরায় অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা

মাগুরা প্রতিনিধি

মাগুরায় অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা

মাগুরা সদরের বারাশিয়া গ্রামের উত্তরপাড়া মাঠে অবৈধ ব্যাটারি কারখানা থেকে বিষাক্ত সিসা বাতাসের সাথে মিশে এলাকার কৃষকদের ২৫ গরু মারা যাওয়ার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় আজ বুধবার দুপুরে মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসারে নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধভাবে গড়ে ওঠা ওই ব্যাটারি কারাখানা সিলগালা করে দিয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানার ১০ শ্রমিককে আটক করা হয়। পরে তাদের তিন দিনের জেল দেওয়া হয়। তাদের সবার বাড়ি গাইবান্ধা জেলায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনোয়ারুল করিমকে নিয়ে বারাশিয়া উত্তরপাড়া মাঠে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান পরিচালনা করি। এই কারখানায় পরিত্যক্ত ব্যাটারি গলিয়ে তার ভেতরে থাকা সিসার মন্ড তৈরি করা হতো।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর