জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজবাড়ী ছাত্রলীগ।
রবিবার সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের কার্যালয় হতে জেলা ছাত্রলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ শেষে ওই চত্বরে একটি সমাবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সমাবেশে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামসুল সালেহীন অপু, সাধারণ সম্পাদক শেখ মো. রুহুল আমিন, পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আল আমীন