বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে জন্ম নেয়া তিনটি লবন পানি প্রজাতির কুমির সুন্দরবনের খালে অবমুক্ত করা হয়েছে।
রবিবার দুপুরে সুন্দরবনের করমজলের ও হারবাড়িয়া খালে এ কুমির তিনটি অবমুক্ত করা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন এই তিনটি কুমির অবমুক্ত করেন। এসময়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আব্দুর রাজ্জাক, উপসচিব এ এস এম ফেরদৌস, বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান, বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেনসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বন বিভাগ সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে জন্ম নেয়া ৯০টি লবন পানি প্রজাতির কুমির সুন্দরবনের নদী-খালে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে এ তিনটি নিয়ে মোট ছয়টি কুমির নদী-খালে অবমুক্ত করা হলো। এবআগে গত ১৫ নভেম্বর দুপুরে সুন্দরবনের হাড়বাড়িয়া খালে তিনটি কুমির অবমুক্ত করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন