বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকাদের নিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল)। মুজিব শতবর্ষ উপলক্ষে ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমএমসিএ) আয়োজিত টুর্নামেন্টের প্রতি ম্যাচ হবে ১০০ বলের। স্থানীয় ক্রিকেটাররাও থাকছেন জমকালো এই টুর্নামেন্টে।
আজ সকাল সোয়া ৯টায় নগরের সার্কিট হাউস মাঠে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে আয়োজক কমিটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় জাভেদ ওমর বেলিম উপস্থিত থাকার কথা রয়েছে।
রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ও টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা শ্রী দিলিপ পান্ডে, কমিটির চেয়ারম্যান ফারুক খান পাঠান, উপদেষ্টা ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন, আনোয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব আতাউর রহমান ভিব ও মিডিয়া কমিটির চেয়ারম্যান এড. ফারমার্স আল নূর রাজিব উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পাঁচদিনের এ আসরে ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে এই টুর্নামেন্টে। ‘এ’ গ্রুপে আছে ময়মনসিংহ টাইগারস, ময়মনসিংহ থান্ডারস, ময়মনসিংহ সিক্সারস। ‘বি’ গ্রুপে লড়বে ময়মনসিংহ রাইডার্স, ময়মনসিংহ ওয়ারিয়র্স ও ময়মনসিংহ ঈগলস।
সৈকত আলী ও ইলিয়াস সানি খেলবেন ময়মনসিংহ ঈগলসে। সাব্বির রহমান ও পারভেজ হোসেন ইমন ময়মনসিংহ রাইডার্সে, নাসির হোসেন বা আজমির আহমেদ ও তানজিন হাসান তামিম ময়মনসিংহ সিক্সার্সে, শুভাগত হোম ও তৌহিদ হৃদয় ময়মসিংহ থান্ডার্সে, মোহাাম্মদ আশরাফুল ও রাকিবুল হাসান ময়মনিসংহ টাইগার্সে, আকবর আলী ও আরাফাত সানি ময়মনসিংহ ওয়ারিয়র্সে খেলবেন।
গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে খেলা হবে। সকাল পৌনে ১০টা ও দুপুর সোয়া ১টায় শুরু হবে খেলা। দুটি সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ফাইনাল হবে ২৫ ডিসেম্বর (শুক্রবার)।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন