পুলিশ সুপার কাপ আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় ৩-১ পয়েন্টে টাঙ্গাইল সদর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মির্জাপুর উপজেলা দল।
রবিবার বিকালে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
৫ পয়েন্টের খেলায় প্রথম ২ পয়েন্টে এগিয়ে থাকে মির্জাপুর দল। পরের খেলায় টাঙ্গাইল দল ১ পয়েন্ট পেলেও চতুর্থ বারের খেলায় মির্জাপুর দল আরও ১ পয়েন্ট পেয়ে জয়লাভ করে। দু’দলেই নিজেদের উপজেলার খেলোয়াড়ের বাইরে অতিথি হিসেবে জাতীয় দলের ৩ জন করে মোট ৬ জন খেলোয়াড় অংশগ্রহন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক।
জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গণি’র সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এড. জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খান আহমেদ শুভ, জেলা ক্রীড়া সংস্থার ভলিবল সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম প্রমুখ।
গত ৫ ডিসেম্বর ১২টি উপজেলা নিয়ে লীগ পদ্ধতিতে শুরু হওয়া ভলিবল প্রতিযোগিতায় ৪টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানারআপ ৮টি দল কোয়ার্টার ফাইনালে উঠে। কোয়াটার ফাইনালে মির্জাপুর উপজেলা, কালিহাতী উপজেলা, টাঙ্গাইল সদর উপজেলা ও গোপালপুর উপজেলা নিজ নিজ ম্যাচে জয়লাভ করে সেমিফাইনালে উঠে। প্রথম সেমিফাইনালে মির্জাপুর উপজেলা ৩-০ সেটে গোপালপুর উপজেলাকে পরাজিত করে এবং দ্বিতীয় সেমিফাইনালে টাঙ্গাইল সদর উপজেলা ৩-১ সেটে কালিহাতী উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন