কক্সবাজারের টেকনাফের লেদা লবণের মাঠ এলাকা থেকে মালিক বিহীন আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা লবণ মাঠ এলাকা থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।
তিনি জানান, শনিবার রাতে লেদা বিওপির দায়িত্বপূর্ণ লেদা মোচনী লবণ মাঠ এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে লেদা বিওপির একটি বিশেষ টহলদল বেড়িবাঁধ ও লবণ মাঠ এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন দুষ্কৃতিকারীকে ছ্যুরিখাল বিজিবি পোস্ট হতে আনুমানিক ৩০০ মিটার দক্ষিণ পশ্চিমে এবং বিআরএম ১০ হতে ৮০০ মিটার উত্তর পূর্ব কোন দিয়ে লবণের মাঠ ব্যবহার করে দুটি বস্তা কাঁদে মোচনী গ্রামের দিকে আসতে দেখে। টহলদল নাইট ভিশন ডিভাইস দ্বারা ঔই ব্যক্তিদের দেখা মাত্র চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তিরা দূর হতে বিজিবি টহল দলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই বস্তাগুলো ফেলে দিয়ে ঘণ কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে মোচনী গ্রামের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত স্থানে পৌঁছে তল্লাশী চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর থেকে ৭ কোটি ৫০ লাখ টাকার মূল্যের ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন