গত কয়েকদিন থেকে উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এখানে বইছে মৃদু শৈত্য প্রবাহ। ফলে প্রচণ্ড ঠান্ডায় এই জেলার শিশু ও বয়স্করা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
প্রতিদিন জেলা এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বাড়ছে রোগী। শিশুরা ডায়রিয়া, সর্দি-কাশি এবং নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন বেশি। অন্যদিকে বয়স্করা শ্বাসকষ্ট, হাপানী রোগে আক্রান্ত হচ্ছেন। তারা অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
করোনা মহামারির সময়ে শীতজনিত এসব রোগের প্রাদুর্ভাবের ফলে এই জেলার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সোমবার এই জেলায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন অনেক রোগী আসছেন। এদের মধ্যে সিরিয়াস রোগীদের ইনডোরে ভর্তি করা হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নানা পরামর্শ দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে।
পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল ইসলাম জানান, শীতজনিত রোগীর সংখা দিন দিন বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব বেড়েছে। আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। শীতের কারণে বিশেষ প্রস্তুতিও আছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ রয়েছে। ফলে আপাতত কোনো সমস্যা নেই।
বিডি প্রতিদিন/এমআই