পৌরসভা থেকে অটো রিকশা ভ্যানের লাইসেন্সসহ পাঁচ দফা দাবিতে সোমবার বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন সমাবেশ করেছে অটো রিকশা ভ্যান শ্রমিক ও মালিক সংগ্রাম পরিষদ। মানববন্ধন সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পৌর মেয়র বরাবর স্মারকলিপি পেশ করেন ।
অটোরিকশা ভ্যান শ্রমিক ও মালিক সংগ্রাম পরিষদের আয়োজনে মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহবায়ক কবির হোসেন। শ্রমিক নেতা আব্দুল হাই এর পরিচালনায় বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, রঞ্জন কুমার দে, সোহাগ, নূরনবী সরকার, নারীনেত্রী নুরজাহান খাতুনসহ আরো অনেকে।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন পৌরসভা সিটি কর্পোরেশন তাদের নিজ নিজ এলাকায় অটোরিকশা ভ্যানের লাইসেন্স প্রদান করেছে। যদি এই অটোরিকশা অবৈধ হতো তাহলে তা কেন বিদেশ থেকে আমদানি করা হলো । বগুড়া শহরের প্রায়া ৫১টি অটো রিকশা ভ্যান এর শোরুম রয়েছে। প্রতিটি শোরুমেই প্রতিদিন খোলা রেখে অটো রিকশা ভ্যান বিক্রয় করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন