মেহেরপুর পৌরসভার নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে নারী জাগরণের পথিকৃৎ মহীয়সী নারী বেগম রোকেয়া স্মরণে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালের দিকে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প ইউ জি আই আই পি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সহযোগিতায় এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের নেতৃত্ব রমরহরপুর পৌরসভা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে পৌর চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব আলপনা খাতুন, সচিব জিএম ওবায়দুল্লাহ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ