চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলায় মেহেরুল (৩৩) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মেহেরুল উপজেলার রাজারামপুর বালুগ্রাম এলাকার মৃত কবিরুলের ছেলে।
স্থানীয়রা জানান, মেহেরুল নাচোলে একটি পিয়ারা বাগানে কাজ করত। রবিবার সে বাড়িতে আসে। সোমবার সকালে গোমস্তাপুর বেগমনগর মহিলা মাদরাসার পেছনে একটি আম বাগানে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার চোখসহ শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ